
৮ পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে বাংলাদেশ
ঢাকা, ৩১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ক্রিকেটের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে ধরাশায়ী করেছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ মাস পর টেস্টে ফিরেই জয়ের মুখ দেখেছে টাইগাররা। ২২ রানে চট্টগ্রাম টেস্টে না হারলে সিরিজটাই জিতে নিত মুশফিকের দল।
চট্টগ্রামে না পারলেও মিরপুরে ঠিকই জয় তুলে নিয়েছে সাকিব-তামিমরা। মিরাজ-সাকিব-তামিমদের বীরোচিত নৈপূণ্যে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের সুফলও হাতেনাতেই পেতে যাচ্ছে ক্রিকেটের সুপারজায়ান্ট বাংলাদেশ।
এই জয়ে মূল্যবান আট পয়েন্ট পেয়েছে টাইগাররা। আর হারের ফলে ইংলিশদের পয়েন্ট কমেছে তিনটি। এখনো দুই দলের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। এখনো টেস্টে র্যাংকিংয়ের নবম স্থানেই রয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ যদি শারজাহ টেস্টে পাকিস্তানের কাছে হেরেও যায় তবুও বাংলাদেশের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থাকবে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের রেটিং এখন ৬৮।
শারজায় পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলে দুটি পয়েন্ট খোয়াবে ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে তাদের রেটিং হবে ৬৬। বাংলাদেশের বর্তমান রেটিং ৬৫।
ইংল্যান্ড সিরিজের আগে সেটি ছিল ৫৭। ইংলিশদের হারিয়ে ৮ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে দুইয়ে।