জাতীয়

১২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মেডিক্যালে ভর্তির আবেদন জমা

ঢাকা, ৩১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আগামী ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ভর্তির আবেদন জমা দেওয়া যাবে।
আজ সচিবালয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১০ নভেম্বর প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে আবেদনকারীদের মধ্য থেকে মেধা তালিকা আগামী ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এসময় সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button