জাতীয়

বিস্ফোরক মামলায় মেয়র আরিফের জামিন নামঞ্জুর

ঢাকা, ৩১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এ আবেদন নামঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, আরিফুল হক চৌধুরী একই ঘটনায় হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বিস্ফোরক মামলাটি ইতোপূর্বে হবিগঞ্জ থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইবুলনালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার জন্য মামলাটি পুনরায় হবিগঞ্জে ফেরত পাঠানো হয়।

সোমবার উক্ত মামলায় আরিফুল হকের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন।

এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।

Show More

আরো সংবাদ...

Back to top button