
জাতীয়
ট্রাফিক বিভাগের অভিযানে ৫ লক্ষ ৫৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়
ঢাকা, ৩১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ট্রাফিক বিভাগের অভিযানে ৪,৭২১ টি মামলা ও ৫,৫৪,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৬১ টি গাড়ি ডাম্পিং ও ৪৪২টি গাড়ি রেকারও করা হয়।
এর মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ ১,০৭,১৫০ টাকা, ট্রাফিক দক্ষিণ বিভাগ ১,৫৪,৮৫০ টাকা, ট্রাফিক পূর্ব বিভাগ ১,৭৮, ৬০০ টাকা ও ট্রাফিক পশ্চিম বিভাগ ১,১৩,৭০০ টাকা জরিমানা আদায় করে।
ট্রাফিক সূত্রে জানায়, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয়েছে।
রবিবার ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।