
আন্তর্জাতিক
দিল্লিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩
ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
দিল্লির শাহদারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
বুধবার (০২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে মোহান পার্ক এলাকাস্থ একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।