স্বাস্থ্য

লুপাস এর সাধারণ কিছু লক্ষণ

ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

লুপাস একটি অটোইমিউন ডিজিজ। সবচেয়ে সাধারণ লুপাস হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস বা S.L.E। লুপাসের সঠিক কারণ এখনো জানা যায়নি। লুপাস শরীরের যেকোন স্থানেই প্রদাহ সৃষ্টি করতে পারে। তাই এর লক্ষণগুলোর বিষয়ে জানলে রোগ নির্ণয় করা ও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। লুপাসের এমন কিছু সতর্কতামূলক লক্ষণের কথাই জেনে নিব যা দেখা দেয়া মাত্রই একজন রিওমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া জরুরী।

১। জয়েন্টে ব্যথা

যদি ইমিউন কোষ সুস্থ কোষের উপর প্রভাব বিস্তার করে তাহলে ইনফ্লামেশন হয়। এর ফলে সাধারণত জয়েন্ট আক্রান্ত হয়। সকালের দিকে জয়েন্টে ব্যথা হওয়া লুপাসের প্রধান লক্ষণগুলোর একটি। কিছু ক্ষেত্রে এর ব্যথা হওয়া, ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া সময়ের সাথে সাথে চলে যায়, আবার কিছু ব্যথা সময়ের সাথে সাথে খারাপ হতে থাকে।

২। ত্বকের র‍্যাশ

লুপাসের একটি চরিত্রগত লক্ষণ হচ্ছে ত্বকে র‍্যাশ হওয়া। যা গালে বা নাকের দুই পাশে প্রজাপতির মত দেখায়। এই র‍্যাশ হঠাৎ করেই হয়। বিশেষ করে সূর্যের আলোতে গেলে হয়। কারণ এটি আলোক সংবেদনশীল। যদি এমন হয় তাহলে দ্রুত একজন রিউমাটোলজিস্টের সাথে দেখা করুন।

৩। চরম ক্লান্তি

অন্য কোন রোগ হলে মানুষ যেমন ক্লান্ত হয় তার চেয়েও অনেক বেশি ক্লান্ত অনুভব করে লুপাস হলে। যা একটানা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এমন ক্ষেত্রে বিশ্রাম নিলে বা ঘুমালেও পুরোপুরি ক্লান্তি দূর হয়না।

৪। চুল পড়া

লুপাসের আরেকটি প্রধান লক্ষণ হচ্ছে চুল পড়ে যাওয়া। সাধারণত চুল পড়ার সমস্যা হলে আস্তে আস্তে চুল পড়ে। কিন্তু লুপাসের ক্ষেত্রে একসাথে অনেক চুল উঠে আসে। এটা হয় মাথার তালু ও ত্বকের ইনফ্লামেশনের জন্য। এর তীব্রতা বৃদ্ধি পেলে ভ্রু, পাপড়ি ও দাড়ি পাতলা হতে শুরু করে।

৫। আলসার

লুপাসের আরেকটি লক্ষণ হচ্ছে বার বার মুখের আলসার হওয়া। এটি হওয়ার কারণ হচ্ছে ইমিউনিটি কমে যাওয়া এবং সুস্থ কোষ আক্রান্ত হওয়া। তাই আপনার যদি খুব ঘন ঘন মুখের আলসার হয় এবং কয়েক সপ্তাহ পর্যন্ত ভালো না হয় তাহলে তা পরীক্ষা করানো দরকার।

৬। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা

কিছু মানুষের ক্ষেত্রে বুক জ্বালাপোড়া করা, এসিডিটির সমস্যা হওয়া অথবা অন্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা হতে দেখা যায়। হালকা বদ হজমের সমস্যা এন্টাসিড সেবনে দূর করা যায়। কিন্তু যদি ঘন ঘন এমন হতে থাকে তাহলে চিকিৎসকের সাহায্য নেয়া প্রয়োজন।

Show More

আরো সংবাদ...

Back to top button