
সিটির কাছে উড়ে গেল বার্সা
ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
অবশেষে মেসি গেরো কাটাতে পারলেন পেপ গুয়ারদিওলা। ন্যু ক্যাম্পে ৪-০ ব্যবধানে বিধ্বস্তের জবাব ঘরের মাঠ ইত্তেহাদে ফেরত দিলেন ৩-১ গোলে।
সিটির পক্ষে ইলকাই গুনদোয়ান জোড়া এবং কেভিন ডি-ব্রুইন একটি গোল করেছেন। বার্সার পক্ষে গোলটি করেছেন লিওলেন মিসি।
বার্সার বিপক্ষে টানা পাঁচ ম্যাচ হারার পর মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেলেন পেপ গুয়ারদিওলা।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যানসিটি। তবে ২১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি।
এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের এবার তিন ম্যাচে ৭ গোল হল আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করা মেসির।
তবে ৩৯তম মিনিটে বার্সা রক্ষণের ভুলে ম্যানসিটিকে সমতা ফেরান জার্মান মিডফিল্ডার গুনদোয়ান।
এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ান ডি-ব্রুইন। ৭৪ মিনিটে বার্সার জালে শেষ পেরেক ঠুকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন গুনদোয়ান।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষেই আছে লুইস এনরিকের দল। ৭ পয়েন্ট নিয়ে এর পরেই আছে সিটি