
‘ভালো পারফর্ম করলেই কথা বলার সাহস আসবে’
ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারানো। তাও ১০৮ রানের বিশাল ব্যবধানে। কতোটা উন্নতি করলেই কেবল এমন জয় সম্ভব! ঢাকা টেস্টের মোড় ঘুড়িয়ে দেওয়াতে মেহেদি হাসান মিরাজের পাশাপাশি সাকিব আল হাসানের অবদানও কম নয়। মাঠে তাকে দেখা গেছে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। সাকিবের পাশাপাশি দলেও আত্মবিশ্বাস ছিল ভরপুর।
নিজেদের এই আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছেন দেশের শীর্ষ পত্রিকা দৈনিক প্রথম আলোতে। খেলোয়াড়দের মানসিক পরিবর্তন নিয়ে সাকিব বলেন, ‘এই মানসিকতা অনেক আগে থেকেই আসতে শুরু করেছে খেলোয়াড়দের মধ্যে। এটা তো আর এক-দুই দিনের ব্যাপার না। আমি চার-পাঁচ বছর ধরেই এটা দেখছি। তবে সবকিছু নির্ভর করে পরিস্থিতির ওপর। আপনি যখন বুঝবেন আপনার দল ভালো কিছু করতে পারে, তখন এই মানসিকতা আসে। কিন্তু যখন অনুভব করবেন যে আসলে কিছু করা সম্ভব নয়, তখন এই মানসিকতা কারও মধ্যে থাকে না।’
মাঠের উদযাপনেই অনেক কিছু বোঝানো যায় এমনটাই ধারণা সাকিবের। যখন দল ভালো খেলতে থাকে তখনই কেবল উদযাপনটা চোখে পড়ে। সাকিব বলেন, ‘যখন আপনি ভালো পারফর্ম করলেই কথা বলার বা কি করার সাহস আসবে। ভালো খেললেই এমন সাহস আসে। আপনি কখনো দেখবেন না একটা খেলোয়াড় শূন্য রান করে এগুলো করছে বা খারাপ বল করে এগুলো করছে। তখন আর ওই মানসিকতা কারও থাকে না।’