আইন ও আদালত

এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

তথ্য গোপন করে অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার সার্বিক দিক বিবেচনা করে এ রায় দেন। এ রায় ঘোষণার সময় এমপি বদি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে ১৯ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষেতেদুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন। ২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ মামলায় ১৫ সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

Show More

আরো সংবাদ...

Back to top button