বিনোদন

জাজের চলচ্চিত্রে অভিনয় করবেন ফারিন

ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

নতুন নায়িকার নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন নায়িকা হিসেবে হুমায়রা ফারিন খানের নাম ঘোষণা করেন জাজের চেয়ারম্যান আব্দুল আজিজ।

সাভারের এই মেয়ে মিডিয়াতে তেমন পরিচিত নন। টুকটাক র‌্যাম্প মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে আগে। মিউজিক ভিডিওর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ফারিন নামেই চলচ্চিত্রে দেখা যাবে এই নবাগতকে।

নতুন নায়িকা অভিনয় করবেন জাজের আগামী চলচ্চিত্রে। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং মালেক আফসারি নতুন এই সিনেমার চুক্তিপত্রে সইও করেছেন। তবে এই সিনেমার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি জাজের পক্ষ থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ ছাড়াও জাজের চেয়ারম্যান আবদুল আজিজ, ম্যানেজিং ডিরেক্টর আফরিনা মোহ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ অনেকে।

Show More

আরো সংবাদ...

Back to top button