খেলাধুলা

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন মিরাজ

ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাড়ি উপহার পাচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি লিখেছেন, ‘ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এর পরিবারের জন্য আবাসিক বাড়ি তৈরী করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে এই ব্যবস্থা নিবে স্থানীয় জেলা প্রশাসন।’

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে অভিষেক হয়ে মিরাজের। মাত্র দুই ম্যাচেই ১৯ উইকেট পেয়ে তিনি চলে এসেছেনবোলারদের র‌্যাংকিংয়ের ৩৩ তম অবস্থানে।

Show More

আরো সংবাদ...

Back to top button