আইন ও আদালত

হলমার্ক চেয়ারম্যান জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ভুয়া কাগজ দেখিয়ে ঋণ নেওয়া ও অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন জেসমিনকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহনগর হাকিম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ভুয়া কাগজপত্র দেখিয়ে জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ৮৫ কোটি টাকা তুলে আত্মসাৎ করেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। এদিন দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর বংশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে থানা থেকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button