
৭ নভেম্বর সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান ফখরুলের
ঢাকা, ২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর পূর্ব ঘোষিত সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেয়া হবে চলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। আশাকরি স্বৈরাচারি মনোভাব থেকে সরে এসে ৭ নভেম্বর সমাবেশের অনুমতি দেয়া হবে।
বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে এক তাৎপর্যপূর্ণ দিন। স্বাধীনতা রক্ষায় সেদিন জনতা অংশ নিয়েছিল। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে জনগণ শপথ গ্রহণ করেছিল। সেদিন জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। জনগণ তা সানন্দে গ্রহণ করেছে। ফলে আগ্রাসনের বিরুদ্ধে দাড়াতে সক্ষম হয়েছিলাম আমরা।
তিনি বলেন, ৭ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছি। আশাকরি অনুমতি পেয়ে যাবো। আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কাউন্সিলে গণতান্ত্রের কথা বলেছে। আশা করছি গণতন্ত্রের সন্মান যাতে রক্ষা হয় সেজন্য বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।
সরকার দলীয় মন্ত্রী এমপিদের ভাষা স্বৈরাচারি উল্লেখ করে তিনি বলেন, আমরা সংঘাতের রাজনীতি চাই না। এখন পর্যন্ত তাদের মূল উদ্যেশ্য এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। তারা সে পথে হাটছে।
এসময় দলের যেসব নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে তাদেরকে মুক্তির দাবি জানান ফখরুল। ৭ তারিখের পূর্বে সবাইকে মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।