
দুর্নীতির দায়ে বিচারক আমিনুল বরখাস্ত
ঢাকা, ৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির দায়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলাম (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) এর বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির কারণে ২০১২ সালে মামলা দায়ের হয়। এরপর এ বিষয়ে শুনানিকালে তার বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়।
তাই তাকে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে চাকরি হতে বরখাস্ত করা হলো।