রাজনীতি

‘জেল হত্যা দিবস বাঙালির জীবনে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়’

ঢাকা, ৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘জেল হত্যা দিবস বাঙালি জাতির জীবনে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়’।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিমর্মভাবে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা।

শাহরিয়ার আলম আজ বৃহস্পতিবার রাজশাহীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে একথা বলেন।

এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত র‌্যালি অনুষ্ঠিত হয় । র‌্যালিটি গনকপাড়া মোড় হতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ কামারুজ্জামানের সমাধিস্থলে এসে শেষ হয়।

পরে শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট চার সহচর মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তীতে দেশ গঠনে সবসময় তার সাথে কাজ করেছেন। সেজন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ঘাতক বাহিনী বর্বরোচিত এ কালো অধ্যায়ের সুচনা করে। কিন্তু ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়নি।

তিনি বলেন, দেশের আপমর জনসাধারণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রত্যয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে ১৪ দল ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই বিচারের রায় কার্যকর করতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় একাধিক সাংসদ মহানগর আওয়ামী লীগ, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button