
আইন ও আদালত
ঢামেকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আতিকের ৪ দিনের রিমান্ড
ঢাকা, ৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনসার সদস্য কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আনসার সদস্য আতিকুর রহমান আতিককে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামি আতিককে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।