জাতীয়

মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা এ কথাটি ঠিক নয় : শিক্ষামন্ত্রী

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা এ কথাটি ঠিক নয়। মাদ্রাসাতেও মেধা সম্পন্ন মানুষ রয়েছে। তাদেরও যথাযথ মূল্যায়ন করতে হবে। আজ শনিবার রংপুর জিলা স্কুল মাঠে দিনাজপুর শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষায় উন্নত পরিবেশ ও জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন’ র্শীষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তথাকথিত প্রচলিত শিক্ষায় নয়। এই প্রজন্মকে উন্নত ও ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। সন্ত্রাসমুখি নয় উন্নয়নমূখি শিক্ষা ব্যবস্থায় আমাদের এগিয়ে যেতে হবে। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। তাই শিক্ষার্থীদের আরো বেশি করে ক্লাসমুখি করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রদের পাশাপাশি  শিক্ষকরাও জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ১০ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে তাদের জঙ্গি বলা যাবে না। তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর আচরণ পরিবর্তন হলে তাদের প্রতি নজর রাখতে হবে। সন্দেহজনক কিছু দেখলে তাদের পুলিশে সোপর্দ করতে হবে। জঙ্গিরা বিদেশিদের কাছে এদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। এদের নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button