জাতীয়

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা ছাড় পাবে না: তথ্যমন্ত্রী

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্ত বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এসব হামলায় জড়িতদের এক চুলও ছাড় দেয়া হবে না।

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ইনু বলেন, বাংলাদেশে এখনো স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্টের চক্রান্ত অব্যাহত আছে। এরই অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন-জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম, ভেড়ামারা ডায়াবেটিক সমিতি সাধারন সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাসসহ জাসদের নেতাকর্মীরা।

Show More

আরো সংবাদ...

Back to top button