জাতীয়

বিএমএ নির্বাচন বর্জনের ঘোষণা ড্যাবের

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনটির নেতারা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, যে কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবে।

কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি চিকিৎসকদের মতামত না নিয়ে সরকারদলীয় চিকিৎসক সংগঠনের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ) ইচ্ছা অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কারণে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন ডা. জাহিদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকসহ সংগঠনের অন্য নেতারা।

Show More

আরো সংবাদ...

Back to top button