
জাতীয়
ভারতের হিমাচলে বাস খাদে পড়ে নিহত ১৪
ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পরে অন্তত ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার প্রদেশটির মান্দি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এএনআই। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।