
আফগানিস্তানে আল-কায়েদা নেতার মৃত্যুর খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
আফগানিস্তানে গত মাসে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার উত্তর-পূর্বাঞ্চল এলাকার আমির মারা গেছে বলে শুক্রবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
এটাকে জঙ্গি গোষ্ঠিটির ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল-কায়েদার এই আমিরের নাম ফারুক আল-কাহতানি।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এই হামলাকে ‘নির্ভুল’ হিসেবে অভিহিত করেছেন।
আফগানিস্তানের কুনারে ২৩ অক্টোবর এই হামলা চালানো হয়।
কুক আরো বলেন, বিলাল আল-উতাবি নামের আফগানিস্তানের আরেকজন আল-কায়েদা নেতাকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। যদিও ওই হামলার ফলাফল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
তিনি বলেন, গত মাসে আফগানিস্তানের কুনারে মার্কিন বিমান থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জঙ্গিদের দুটি কম্পাউন্ড মাটির সঙ্গে মিশে যায়। সেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন এক কর্মকর্তা বলেন, আফগানিস্তানে গত কয়েক বছরে আল-কায়েদা নেতাদের লক্ষ্য করে যেসব হামলা চালানো হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে সফল।