আন্তর্জাতিক

হিজাব পরতে পারবেন স্কটল্যান্ডের নারী পুলিশ

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

স্কটল্যান্ডে পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা বৃদ্ধিতে মুসলমান নারীদের হিজাব অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা আশা করছেন, নতুন এই ঘোষণার ফলে মুসলমান নারীরা এই পেশায় কাজ করার আগ্রহ পাবেন।

এর আগে পুলিশ বাহিনীতে মুসলমান নারীদের কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

অতীতে স্কটল্যান্ডের নারী পুলিশরা হিজাব পরার অনুমতি পেতেন তবে এই সুবিধা শুধুমাত্র উর্ধ্বতন কর্মকর্তারাই পেতেন।

এক বিবৃতিতে চিফ কনস্টেবল ফিল গোরমলেই বলেছেন, ‘আমি এ ধরনের ঘোষণা দিতে পেতে খুবই আনন্দিত। এ ধরনের পেশায় মুসলমান এবং বৃহত্তর সম্প্রদায়কে স্বাগত জানাই।’

স্কটিশ পুলিশ মুসলিম এসোসিয়েশন (এসপিএমএ) এ ধরনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসপিএমএর প্রধান ফাহাদ বশির বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক। এ ধরনের সিদ্ধান্তে মুসলমান নারীরাও এখন পুলিশে যোগদানের ব্যাপারে আগ্রহী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

Show More

আরো সংবাদ...

Back to top button