
এশিয়ায় আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হলেন বুলবুল
ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক এই নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন। খেলা ছাড়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিতে যোগ দেন বুলবুল নামে পরিচিত এই সাবেক ব্যাটসম্যান। সেখানে টানা কাজ করে যান। ২০১৫ সালে এসিসি বিলুপ্ত হয়। তারপর ডেভেলপমেন্ট অফিসার হিসেবে সরাসরি আইসিসির সাথে জড়িয়ে যান। ক্রিকেটে উন্নয়নশীল দেশগুলোর কাছে বুলবুল সমীহ জাগানো এক কোচ। তাদের উন্নতিতে দারুণ ভূমিকা তার। চীনের ক্রিকেটকে জনপ্রিয় করতে কাজ করেছেন তিনি। তাদের দিয়েছেন ক্রিকেটের পাঠ। ব্রুনেই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তাইওয়ানেও কাজ করেছেন তিনি। বুলবুল ইতিহাসে আলাদা জায়গা করে আছেন নানা কারণে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে বাংলাদেশ। বুলবুল ছিলেন অধিনায়ক। ২০০০ সালে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। দেশের অভিষেক টেস্টেই ভারতের বিপক্ষে ১৪৫ রানে ঐতিহাসিক এক ইনিংস খেলেন।