খেলাধুলা

হিউজের মৃত্যু দুর্ঘটনাই!

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ফিলিপ হিউজের মৃত্যুর পর কেটে গেছে প্রায় দু’বছর। তার মৃত্যু নিয়ে যে তদন্ত চলছিল, তার রায় দিল নিউ সাউথ ওয়েলস করনার আদালত।

শুক্রবার এই রায়ে বলা হয়েছে, হিউজের মৃত্যু ঘটেছে দুর্ঘটনায়। এর পেছনে সে দেশের ক্রিকেট বোর্ডের কোনো গাফিলতি ছিল না। সরঞ্জামেও কোনো খামতি ছিল না। মাথার পেছনে, ঘাড়ে আর কানের মাঝের জায়গায় বাউন্সার আছড়ে পড়েছিল হিউজের।

মাঠেই অচৈতন্য হয়ে পড়েছিলেন হিউজ। দু’দিন বাদে হাসপাতালে তার মৃত্যু হয়।

নিউ সাউথ ওয়েলস করনারের আদালতের তরফে মাইকেল বার্নেস জানিয়েছেন, ‘কাজের পক্ষে অনুপযোগী জায়গায় খেলতে গিয়েই হিউজের মৃত্যু হয়েছে, এমন কথা আমরা বলতে পারছি না। গোটা ঘটনাটাই দুর্ঘটনা।’

হিউজের মৃত্যুর সময় বলা হয়েছিল, হেলমেট ঠিক ছিল না। তার জেরেই কি তবে ওইভাবে আঘাত পেয়ে বসেছিলেন তিনি, এমন প্রশ্নও উঠেছিল তখন। তবে বার্নেস বলেছেন, ‘অন্য হেলমেট পরে থাকলেও এমনটা ঘটতে পারত।’ ওয়েবসাইট।

Show More

আরো সংবাদ...

Back to top button