ফ্যাশন

এ বছরের নভেম্বরে বিশ্বের সেরা ১০ সেলিব্রেটির স্টাইল

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সুপার মডেল কেন্ডাল জেনার শূন্য দশকের প্যারিস হিল্টনের একটি পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে একটি ড্রেস পরেন তার জন্মদিনে। প্রিন্সেস কেট মিডলটন তার উরু প্রদর্শন করেন এক সিনেমার প্রিমিয়ারে আর রোজি হান্টিংটন প্রমাণ করেন শেষ পর্যন্ত তিনিই স্টাইলে সেরা, এরকমই ১০ সেলিব্রেটির সারা সপ্তাহের বিভিন্ন স্টাইল নিয়ে আজকের এই আয়োজন।

বিয়ন্সে: লেবানিজ ডিজাইনার জুহেয়ার মুরাদের ডিজাইনকৃত পোশাকে দ্য কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডে এসেছিলেন গায়িকা ও মডেল বিয়ন্সে। বিতর্ক সত্ত্বেও, বিয়ন্সের আকর্ষণীয় গাউন সবার মাঝে সত্যিকারের ছাপ ফেলে।

আলেকজান্দ্রা এমব্রোসিও: গুচির পোশাক পরে আলেকজান্দ্রা এমব্রোসিও এসেছিলেন ল্যাকমে আর্ট ও ফিল্ম গালায়। এই পরীর কি সত্যিই সেদিন সব ভালো লেগেছিলো?

গ্রাব্রিয়েল ইউনিয়ন: একদম ক্রিস্টমাস প্রিমিয়ারে এসেছিলেন ডিয়ন লি’র ড্রেস পরে। ছুটির দিনের স্টাইলে ছিলেন তিনি।

হেউলি ব্যাল্ডউইন: জন গেলিয়ানোর ড্রেস পরে ক্যান্ডাল জেনারের ২১তম জন্মদিনে হাজির হয়েছিলেন হেইলি ব্যাল্ডউইন। এই আইটি গার্ল দেখিয়েছেন সেক্সি দুই পিসের এই বডিকন ড্রেস পরেও বাইরে যাওয়া যায়।

কারলি ক্লোস: কারলি ক্লোস মিউ মিউ এর ড্রেস পরে ডব্লিউএসজে এর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন। সাওয়ারভস্কি স্বচ্ছ বো তার গাউনে মিষ্টি ছোয়া এনে দেয়।

কেট মিডলটন: কেট মিডলটন পরেছিলেন সেল্ফ প্রোট্রেট এর একটি ড্রেস। ‘এ স্ট্রিট ক্যাট নেমড বব’ এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন কেট মিডলটন। সেখানে তার খোলা পা সবার দৃষ্টি আকর্ষণ করে।

 এমা স্টোন: এমা স্টোন। ডেনভার ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিংয়ে তিনি হাজির হয়েছিলেন। একদম ছোট কালো ফ্লোরাল এপ্লিক পোশাকে অনেক আকর্ষণীয় লেগেছিল।

কেন্ডাল জেনার: সুপার মডেল কেন্ডাল জেনার লাবোউরজোইসি এর পোশাক পরেছিলেন তার ২১তম জন্মদিনে। প্যারিস হিলটনের শূন্য দশকের একটি ড্রেস থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ড্রেসটি ডিজাইন করান যা তাকে আরও আধুনিক করে তোলে।

রোজি হান্টিংটন: রোজি হান্টিংটন। সেইন্ট লোউরেন্ট এর একটি পোশাক পরে তিনি বাজার উইকের ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এই মডেল প্রমাণ করেছেন যে তিনিই শেষ পর্যন্ত স্টাইলে সেরা। তিনিই চাকচিক্যময় জৌলুস ব্যবসায়িক পোশাকে অ্যাওয়ার্ডটি জিতে নেন।

জই সালদানা: জই সালদানা ল্যাকমে আর্ট ও ফিল্ম গালা অনুষ্ঠানে এসেছিলেন গুচির পোশাক পরে।

Show More

আরো সংবাদ...

Back to top button