
প্রত্যুষাকে দেহব্যবসায় যেতে বাধ্য করেছিলেন রাহুল
ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জীর রহস্যজনক মৃত্যুর পর সাত মাস কেটে গেছে।
তবে তার মৃত্যুর রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।
প্রত্যুষর মৃত্যুর পর পুলিশ প্রাথমিকভাবে তার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করেছিল।
দীনদোশি কোর্টে রাহুলের জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও পরে মুম্বাই হাইকোর্ট গ্রেফতারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন।
তবে প্রত্যুষার মৃত্যুতে রাহুল রাজের ভূমিকা কী ছিল তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন আইনজীবী নীরজ গুপ্তা।
সম্প্রতি তিনি মুম্বইয়ের একটি সংবাদপত্রের সঙ্গে শেয়ার করেছেন প্রত্যুষার ফোনের শেষ কলের কথোপকথন।
সেখানে প্রত্যুষা ও রাহুলের কথোপকথনের সূত্র ধরে ওই আইনজীবীর অভিযোগ, প্রত্যুষাকে দেহব্যবসা করতে বাধ্য করছিলেন রাহুল।
কথোপকথনের অংশবিশেষ প্রকাশিত হয়েছে মু্ম্বইয়ের সেই সংবাদপত্রে। তার সারমর্ম হল এই যে- প্রত্যুষা বার বার রাহুলকে দোষারোপ করেছেন তার এই দুর্দশার জন্য।
তিনি বলেছেন, আমি এখানে নিজেকে বিক্রি করতে আসিনি। আমি অভিনয় করতে এসেছি, কাজ করতে এসেছি। আর তুমি আমাকে আজ কোথায় এনে ফেলেছ রাহুল? তোমার কোনো ধারণা নেই আমার কতটা খারাপ লাগছে।