রাজনীতি

নয়াপল্টনে সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ মিথ্যাচার করছে : রিজভী

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা নিয়ে পুলিশ মিথ্যাচার করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  নয়াপল্টনে সমাবেশ করতে লিখিত আবেদনের কপি সাংবাদিকদের দেখিয়ে রিজভী বলেন, আমরা নিয়ম মেনে আবেদন করেছি। পুলিশের বক্তব্য সত্য নয়। সরকার জনগণের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হলে ভাবমূর্তি কোথায় থাকে!  তিনি বলেন, প্রতি বছর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। কিন্তু এ বছরই প্রথম বাধা দিচ্ছে সরকার। বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য রাজনৈতিক দল ওই দিন সমাবেশ করবে। অথচ আমাদের তা জানানো হয়নি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে চিঠি দিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, পুলিশ এখন আওয়ামী লীগের জমিদারতন্ত্রের ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে।  সমাবেশের অনুমতি না পেলে বিএনপি কি করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াপল্টনেও সমাবেশের অনুমতি না পেলে শীর্ষ নেতারা আলোচনা করে কর্মসূচি ঘোষণা দেবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button