জাতীয়

ফের ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরিতে আগামী ২০১৭ সালের শুরুর দিকে দ্বিপাক্ষিক সফরে আবার ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এরআগে গত ফেব্রুয়ারিতে এশিয়া সফরের মধ্যে ঘণ্টা খানেকের জন্য ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন তিনি।

সফরটির আগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ডিসেম্বরেই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকি।

শনিবার (০৫ নভেম্বর) দু’দেশের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়।

ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী আগামী ১০-১২ ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাব ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

এ সময় প্রেসিডেন্ট আব্বাসের সফর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। ফিলিস্তনের জন্য বাংলাদেশের জনগণের বিরাট সমর্থনের কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরে আসার আমন্ত্রণ জানান।

গত ১৪ ফ্রেবুয়ারিতে রাত সাড়ে ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাহমুদ আব্বাস। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কারণেই প্রেসিডেন্ট আব্বাস ঢাকায় তার প্রথম যাত্রা বিরতি করেছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button