
জাতীয়
এম আর খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপ-মহাদেশের কিংবদন্তী শিশু রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ড. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় শিশু পরিচর্যার ক্ষেত্রে এবং শিশু রোগ চিকিৎসা শিক্ষায় তার অবদান স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, এম আর খান স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র। শোক বার্তায় তিনি বলেন, এম আর খানের মৃত্যুতে জাতি, বিশেষ করে শিশু রোগ চিকিৎসার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ড. খান আজ বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর গ্রীনরোডের সেন্ট্রাল হাসপাতালে ইন্তোকাল করেন।