
প্রতিমা ভাঙচুরের ঘটনায় পুলিশের অবস্থান জিরো টলারেন্স
ঢাকা, ৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনায় পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সভায় আইজিপি বলেন, নাসিরনগরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। এ ন্যক্কারজনক ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।
নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা জানিয়ে আইজিপি বলেন, পুলিশ প্রশাসন পাশে রয়েছে। সভায় আইজিপি গত তিন বছরে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এ ধরনের মামলার অগ্রগতি তুলে ধরে বলেন, সব ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা ধর্মীয় অপব্যাখ্যার সৃষ্টি। এ সকল ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনকে এ ধরনের ঘটনা প্রতিরোধে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়দায়িত্ব নিরূপণ, মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।