
জাতীয়
সাইবার ক্যাফেতে সিসি ক্যামেরা বাধ্যতামূলক হচ্ছে
ঢাকা, ৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
সাইবার ক্যাফেতে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ রবিবার ঢাকা জিপিওতে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাইবার ক্যাফেগুলোতে বসে আপত্তিকর কনটেন্ট প্রচার বন্ধ ও তাদের নজরদারিতে আনতে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, বিটিআরসির সঙ্গে আজ আমরা বসছি, যেখানে সাইবার ক্যাফে আছে সেখানে আমরা সিসি টিভি লাগানো বাধ্যতামূলক করছি। এতে করে কোনো আপত্তিকর কনটেন্ট প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবে। এমনকি সংশ্লিষ্ট সাইবার ক্যাফের যন্ত্রাংশ বাজেয়াপ্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।