জেলার সংবাদ

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

ঢাকা, ৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) বিকেলে তালা সদর ও জালালপুর ইউনিয়নে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ অর্থ সহায়তা করেন।

ইকো’র অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং উত্তরণ’র বাস্তবায়নে তালা সদর ইউনিয়নে ৬০ পরিবারের মধ্যে এ অর্থ সহায়তা করা হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

এসময় আরও উপস্থিত ছিলেন- সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার সত্যজিত রায়, প্রকল্প কর্মকর্তা নাজমা আক্তার, উত্তরণের পার্থ কুমার দে, সাজ্জাদ হোসেন, শিমুল কুমার প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button