খেলাধুলা

মিরাজদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ

ঢাকা, ৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

অবশেষে বিদ্যুৎ সংযোগ লেগেছে জাতীয় ক্রিকেট দলের আলোচিত তরুণ খেলোয়াড় মিরাজের গ্রামের বাড়িতে।

দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ওই ঘরে দাদি বাস করছেন। ঘরে বসে নিজের খেলা দেখার জন্য একটি সাদা-কালো টিভি দাদির ঘরে দিয়েছিলেন মিরাজ।

কিন্তু বিদ্যুৎ না থাকায় টিভিতে খেলা দেখতে পারেননি দাদি। বিদ্যুৎ সংযোগ পেতে ১২ হাজার টাকাও খরচ করেছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তরে শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর টনক নড়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের। শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন বলে সাংবাদিকদের জানান মিরাজের বাবা জালাল হোসেন তালুকদার।

Show More

আরো সংবাদ...

Back to top button