
ফের শেখ হাসিনার উপদেষ্টা হলেন সালমান রহমান
ঢাকা, ৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান। আওয়ামী লীগ সভাপতি তাকে এ মনোনয়ন দেন।
রোবাবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।
বার্তায় বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেরসকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে সালমান এফ রহমানকে মনোনয়ন প্রদান করেছেন।’
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিয়ার মো. আবদুস সবুর ও উপ-দফতর সম্পাদক হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইঞ্জিয়ার মো. আবদুস সবুরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে উপ-দফতর সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
১৯৯৪ থেকে ১৯৯৬ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করা সালমান রাজনীতিতে আসেন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে। শুরুর দিকে ‘সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন’ নামে একটি দল গঠন করলেও পরে তিনি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা করেন সালমানকে।
পৈতৃকসূত্রে পাওয়া একটি জুট মিল নিয়ে ১৯৬৬ সালে ব্যবসা শুরু করেন সালমান এফ রহমান ও তার বড় ভাই সোহেল এফ রহমান।