
মিলনের সঙ্গে কলকাতার অভিনেত্রী দেবদ্যুতি
ঢাকা, ৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
রুদ্র ও সূচনা প্রেমিক-প্রেমিকা। কিন্তু তাদের চলাফেরা ও আচার-আচরণ দেখলে মনে হয়-তারা দুজন স্বামী-স্ত্রী! তবে তারা তাদের জীবনটাকে বিভিন্নভাবে উপভোগ করতে চান। এজন্য যখন তাদের যা যা করতে ইচ্ছে হয়, তারা দুজনই তাই করে বেড়ান! হয়তো হঠাৎ করেই তাদের ভাবনায় চলে আসল-আনন্দের মধ্যে দু:খ পেলে কেমন লাগে?
কিংবা ঝগড়া করলে জীবনের বাঁকটা ঠিক কিভাবে অন্যদিকে মোড় নেয়? জীবনে মানবপ্রেম নতুন কি কি ধরনের অনুভূতি সৃষ্টি করে? নিশুতি রাতে সমুদ্রের গর্জন অথবা এর রূপটা ঠিক কেমন? এমন সব ইচ্ছেই তারা পূরণ করতে ব্যস্ত হয়ে উঠেন। তবে তাদের কেনই বা এমন ইচ্ছে?
এর পিছনের আসল কারণটাই বা কি? এমনই হাজারো প্রশ্ন তাদের জীবনকে ঘিরে ঘোরপাক খায়! কিন্তু কোন প্রশ্নেরই উত্তর মিলে না। পাঠক এখানেই শেষ নয়। বাকিটা জানতে হলে দেখতে হবে ‘এক টুকরো জীবন’ নাটকটি। এতে রুদ্র চরিত্রে আনিসুর রহমান মিলন ও সূচনা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দেবদ্যুতি দেবনাথ । ৬ নভেম্বর থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
নাটকটি পরিচালনা করছেন আশিক মাহমুদ রনি। আর গল্প লিখেছেন পরিচালক নিজেই। এতে মিলন, দেবদ্যুতি ছাড়াও জাহাঙ্গীর হোসাইন বাবর ও গৌতম সাহাসহ আরও অনেকে অভিনয় করেছেন। নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। নাটকটি প্রযোজনা করছে ড্রিম মাল্টিমিডিয়া।
প্রসঙ্গত কলকাতার অভিনেত্রী দেবদ্যুতি দেবনাথ অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়ালগুলো হলো- ‘সতী’, ‘লোকনাথ’, ‘রাম কৃষ্ণ’, ‘দুই ভুবনের পরে’, ‘আমার নাম জয়িতা’, ‘নদের নিমাই’, ‘ভোলা মহেশ্বর’, ‘ওগো বন্ধু সুন্দরী’, ‘বউ কথা কও’। এছাড়াও ‘বৌদি ডটকম’ ও ‘অরুন্ধতী’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন দেবদ্যুতি।