
জাতীয় দলের জন্য সব সময় প্রস্তুত নাফীস!
ঢাকা, ৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন সেই ২০১৩ সালের এপ্রিলে। এরপর জাতীয় দলের কোথায় ছিলেন না শাহরিয়ার নাফীস। তবু চেষ্টা থেমে নেই বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যানের। নিয়মিত অনুশীলনের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গেছেন। গেল প্রিমিয়ার লিগে সেই চেষ্টা সফল হয়েছে।
১০ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসঞ্চেুরিতে করেছেন ৩৫০ রান। ব্যাট হাতে রান পাওয়ায় তিন বছর পর ডাক পেয়ে যান আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে। যদিও শেষপর্যিন্ত মূল দলে ফেরা হয়নি নাফীসের। তবে এ নিয়ে আক্ষেপ নেই বরিশাল বুলসের হয়ে বিপিএলের চতুর্থ আসরে খেলতে যাওয়া এই বাংলাদেশ ব্যাটসম্যানের।
জাতীয় দলের জন্য সব সময় প্রস্তুত থাকতে চান বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েনিট খেলা নাফীস। যেন দলে দরকার হলে তাকেই সবার আগে ডাকা হয়, ‘আমি চেষ্টা করবো ধারাবাহিকতাটা বজায় রাখতে। যেন আমার পারফরম্যান্সের দিক থেকে সবকিছু আপ টু ডেট থাকে। যেন যখনই টিমের মধ্যে জায়গা হয় বা আমার প্রয়োজন হয় তারা সবার আগে আমাকে বিবেচনা করে। এতটুকু আমি নিশ্চিত করতে পারি, বাকিটা আমি সময়ের ওপর ছেড়ে দিবো।’
বতর্মান বাংলাদেশ দলের অবস্থা ভালোভাবেই বুঝতে পারেন নাফীস। দারুণ একটা ছন্দে আছে বাংলাদেশ দল। তেমন জায়গাও নেই দলে। তাই আফসোস কাজ করে না তার মধ্যে, ‘আপনি যদি বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখেন, টপ অর্ডার ভালো করছে। টিমের মধ্যে ওইরকম জায়গাও নেই যেখানে নির্বাচকরা আমাকে মূল স্কোয়াডে নিতে পারবেন। তারপরও উনারা আমাকে বিবেচনা করেছেন, টিম ম্যানেজম্যান্টের বিবেচনায় আমি আছি। এটা আমার খুব বড় পাওয়া।’
নিজেকে আরো সামনে নিয়ে আসতে এবারের বিপিএলকে কাজে লাগাতে চান বাঁহাতি এই ক্ল্যাসিক ব্যাটসম্যান। বিপিএলে পারফরম্যান্স করার বিষয়ে নাফীস বলছেন, ‘অবশ্যই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করবে সুযোগ হবে কি হবে না। তবে বিপিএলে আমি যতো পারফরম্যান্স করতে থাকবো ততো আমার নামটা সবার সামনে আসতে থাকবে। তখন আমাকে বিবেচনা করাটা সহজ হবে। আমার মূল ফোকাসটা এখানেই।’