খেলাধুলা

৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি

ঢাকা, ৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ফুটবল জাদুকরের মুকুটে আরেকটি সাফল্যের পালক যুক্ত হলো। বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। সেভিয়ার বিপক্ষে রোববার লা লিগা ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়ে অনেকটাই বিধ্বস্ত বার্সেলোনাকে মূলত লড়াইয়ে ফেরান মেসি। যদিও প্রথমার্ধ পুরোটাই ছিল সেভিয়ার দখলে। এর ফলে ছয় দিনে স্প্যানিশ চ্যাম্পিয়নরা দ্বিতীয় পরাজয়ের অস্বস্তিকর পরিস্থিতি থেকে অন্তত রক্ষা পেয়েছে। ম্যাচ শেষে বার্সা বস লুইস এনরিকে বলেছেন, “মেসির মত কেউই দলে নেই। আর দল হিসেবে আমাদের মূল লক্ষ্যই হলো যতটা সম্ভব লিওর দিকে খেয়াল রাখা। দলের প্রয়োজনের যেকোন পজিশনে সে খেলতে পারে। মাঠে কি হচ্ছে তা সকলের কাছে ব্যাখ্যা করার তার দারুন ক্ষমতা রয়েছে।”

Show More

আরো সংবাদ...

Back to top button