
অনুমতি ৮ তারিখ না দিয়ে যদি ৯ তারিখ দেয়, তবুও বিএনপি সমাবেশ করবে : রিজভী
ঢাকা, ৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রত্যাশা করছি প্রশাসন সমাবেশ করার অনুমতি দেবে। আর সেটা ৮ তারিখ না দিয়ে যদি ৯ তারিখ অনুমতি দেয়। এতে বিএনপির কোনো সমস্যা নেই। তবুও বিএনপি সমাবেশ করবে। আজ সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রশাসন যদি ৮ তারিখ না দিয়ে ৯ তারিখ অনুমতি দেবে বলে সিদ্ধান্ত নেয়, তাহলে তাই দেয়া হোক। বিএনপির এতে কোনো সমস্যা নেই, বিএনপি তবুও সমাবেশ করবে। আর সেটা নয়াপল্টনেই হবে এতে কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই।
রিজভী বলেন, বিএনপি যথাযথ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেই সমাবেশের জন্য লিখিতভাবে অনুমতি চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের কাজে নিয়োজিত থেকে থাকে তাহলে বিএনপিকে অনুমতি দেবে বলে প্রত্যাশা করি। আর কোনো দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হলে ভিন্ন কথা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমতি না পাওয়া গেলে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই জানানো হবে।