রাজনীতি

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে হবে : ওবায়দুল কাদের

ঢাকা, ৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর মাত্র দুই বছর পর জাতীয় নির্বাচন হবে।সে নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে হবে। না হলে এত উন্নয়ন,এত অর্জন সবকিছু বৃথা যাবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আচরণ ভাল করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো আচরণ করে জনগণের হৃদয়ে নাম লেখান। তবেই সে নাম অক্ষয় হয়ে থাকবে। আজ সোমবার বিকেলে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।সভা শেষে ওবায়দুল কাদের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। এর আগে ওব্য়াদুল কাদের সভাস্থলে এসে পৌঁছালে কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা নবনির্বাচিত দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে  ফুলের শুভেচ্ছায়  সিক্ত করেন। উল্লেখ্য, কাল মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মস্থান টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button