
টানা তৃতীয়বারের মতো জয়ী ওর্তেগা
ঢাকা, ৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
নিকারাগুয়ার নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ নিয়ে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেলেন তিনি। সোমবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
এদিকে বিরোধীদল ও যুক্তরাষ্ট্র এ নির্বাচনের নিন্দা জানিয়েছে।
নিকারাগুয়ার নির্বাচন পরিষদ জানায়, ইতোমধ্যে ৯৯.৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৭০ বছর বয়সী সাবেক মার্ক্সবাদী এ বিদ্রোহী ৭২.৫ শতাংশ ভোট পেয়েছেন। তারা নিকটতম প্রার্থী ডানপন্থী লিবারেল কনস্টিটিউশনালিস্ট পার্টির ম্যাক্সিমিনো রদ্রিগুয়েজ মাত্র ১৫ শতাংশ ভোট পেয়েছেন।
ওর্তেগার বিরুদ্ধে বিরোধীদলের ক্ষমতা সীমিত করতে আদালত ব্যবহার করার অভিযোগ রয়েছে। বিগত ৩৭ বছরের মধ্যে ২০ বছর ধরে ওর্তেগা নিকারাগুয়া শাসন করে আসছেন।
এদিকে দেশের বিরোধীদল ও যুক্তরাষ্ট্র প্রহসনের এ নির্বাচনের কঠোর সমালোচনা করেছে। তারা জানায়, নিকারাগুয়ার দ্বিধাবিভক্ত নির্বাচনী ব্যবস্থার কারণে দেশটিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রায় অসম্ভব।