রাজনীতি

‘বিএনপি হলো নীতিহীন দল’

ঢাকা, ১০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপি নীতিহীন ও নীতিবর্জিত দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে  আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, যেকোনো স্বার্থের জন্য সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বিএনপি। দলটি কখনো জনগণের রায়ে বিশ্বাস করে না, সব সময় ষড়যন্ত্র করতে থাকে।

মার্কিন নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, জনগণের রায়ই সব। জনগণই সব ক্ষমতার উৎস।

তিনি আরো জান‍ান, কোথাও কোনো নির্বাচন হলেই বিএনপি ষড়যন্ত্র করতে থাকে।

Show More

আরো সংবাদ...

Back to top button