
আন্তর্জাতিক
দ্রুত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে কেরির প্রতিশ্রুতি
ঢাকা, ১০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার লক্ষ্য গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতির বিষয়ে ‘কালক্ষেপণ না করে’ দ্রুত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা।
কেরি বলেন, রিপাবলিকান দল একটি ‘গুরুত্বপূর্ণ’ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে।
নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ নগরীতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই এবং তার মঙ্গল কামনা করি।’ সেখানে অ্যান্টার্কটিকায় একটি ঘাঁটি সফর করতে যাওয়ার কথা রয়েছে তার।
তিনি বলেন, ‘নতুন প্রশাসনের সাথে যতটা সম্ভব খোলাখুলিভাবে কাজ করতে আমাদের দলকে আমি নির্দেশ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে যতটা সম্ভব তারা সহায়তা করবে। এক্ষেত্রে কোন ধরনের কালক্ষেপণ করা হবে না।’