খেলাধুলা

লাল কার্ড প্রাণ কেড়ে নিলো রেফারির

ঢাকা, ১০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

লাল কার্ড দেখানোয় প্রাণ হারাতে হলো রেফারিকে। অপ্রীতিকর এই ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ফুটবল ম্যাচে। মেক্সিকান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

মেক্সিকোর একটি অপেশাদার ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছিলেন ভিক্টর ত্রেজো। ৫৫ বছর বয়সী এই রেফারি মারাত্মক ভাবে ফাউল করার কারণে লাল কার্ড দেখান রুবেন রিভেরা ভাজকুয়েজকে। তাতে বেশ ক্ষিপ্ত হয়েই ভিক্টরকে মাথায় আঘাত করেন ভাজকুয়েজ।

মাঠে লুটিয়ে পড়লে কিছু পরেই রেফারি জ্ঞান হারিয়ে ফেলেন। মাঠের দায়িত্বে থাকা রেডক্রসের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিতে এসে নিথর ভিক্টরের দেহ পড়ে থাকতে দেখেন।

এ সময় নিজেকে বাঁচাতে ভাজকুয়েজ নামের ওই খেলোয়াড় মাঠের পাশে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান।

সম্প্রতি আলজেরিয়া এবং ব্রাজিলে ফুটবল ম্যাচ চলাকালে রেফারিকে আঘাত করেন ফুটবলাররা। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও সে দুটি ম্যাচের রেফারিরা মারাত্মক ইনজুরিতে ভুগছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button