বিনোদন

সাকিবের মেয়ের জন্মদিনে তারকাদের মেলা

ঢাকা, ১০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলায়না হাসানের জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর)। মেয়ের প্রথম জন্মদিন এবার সাকিব-শিশির বেশ আয়োজন করেই পালন করেন। একইসঙ্গে জমকালো এক পার্টির আয়োজন করেন রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে।

shakib

সেখানে উপস্থিত ছিলেন দেশের কয়েকটি পেশার উচ্চপদস্থ সব কর্মকর্তা। ছিলেন শোবিজের জনপ্রিয় অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, বিজরী বরকত উল্লাহ, নোবেল, তারিন, তমালিকা কর্মকার, ফারহানা নিশো, রুনা খান, শাকিব খান, সুজানা, সামিয়া, সুমি, কনা, এলিটা, শ্রাবণ্য তৌহিদা প্রমুখ।

taroka

গতকাল সন্ধ্যায় তারা সবাই সাকিব-শিশিরের আমন্ত্রণে তাদের মেয়ের জন্মদিনে হাজির হন। এরপর তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সেই আয়োজন।

shakib

প্রসঙ্গত, ১২-১২-২০১২ তারিখ ভালোবেসে বিয়ে করেন সাকিব-শিশির। বিয়ের তিন বছরের মাথায় ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় সাবিকের মেয়ে আলায়না।

shakib

Show More

আরো সংবাদ...

Back to top button