বিনোদন

মেয়ের কারণে ডিপজলের ঘরে ফেরা

ঢাকা, ১০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

অনেক দিন ধরেই নতুন করে সিনেমা নির্মাণ ও অভিনয় করবেন বলে ঘোষণা দিয়ে আসছিলেন মুভি লর্ড খ্যাত ডিপজল। সবকিছু প্রস্তুত। চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছিলেন। তার অসংখ্য ভক্ত ও দর্শক বছরের পর বছর অপেক্ষা করছেন তার নতুন সিনেমার জন্য। বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ডিপজল অনেকটা নীরবেই থেকে যান।

যদিও তিনি সবসময়ই বলে আসছেন, ‘সিনেমা আমার রক্তের সঙ্গে মিশে আছে। এটা কোনো দিনই ছাড়তে পারব না। মৃত্যুর আগ পর্যন্ত সিনেমা করে যাব। শুধু পরিবেশ ও পরিস্থিতির কারণে থেমে আছি। আবার যে কোনো সময় নেমে যেতে পারি।’

এ বক্তব্যের মাধ্যমে তিনি তার ভক্ত ও দর্শকদের অপেক্ষায় রেখে দিয়েছেন। ভক্তরাও অপেক্ষায় আছেন কবে ডিপজল নতুন সিনেমা শুরু করবেন এবং তা তারা উপভোগ করবেন। এবার তাদের এই অপেক্ষার পালা শেষ হতে চলেছে।

আগামী মাসখানেকের মধ্যে ডিপজল নতুন সিনেমার শুটিং করতে যাচ্ছেন। তার ভক্ত ও দর্শকদের এ সুসংবাদ দিয়েছেন ডিপজল নিজেই। তবে এ সুসংবাদের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ওলিজা মনোয়ার।

সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এবং দেশেই একটি আন্তর্জাতিক মানের মেকআপ স্টুডিও খোলার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরেই ওলিজা সিদ্ধান্ত নেন তিনি চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়াবেন। নেপথ্যে থেকে কাজ করবেন। আর শুরুটা করবেন পিতা ডিপজলকে দিয়ে।

নিজেই দুইটি সিনেমার গল্প লিখে ফেললেন। বাবাকে শোনালেন। মেয়ের গল্প শুনে বাবাও মুগ্ধ। সিদ্ধান্ত নিলেন, আর কালক্ষেপণ নয়। আর মেয়ের জন্যই ফের দর্শকদের সামনে আসছেন ডিপজল।

Show More

আরো সংবাদ...

Back to top button