
নারী সহকর্মীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা
ঢাকা, ১০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
আশুলিয়া থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে পুলিশ সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিহত নারী পুলিশ সদস্য সাবিনার বড় ভাই নজরুল ইসলাম লিটন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে প্রাথমিক ভাবে আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ পাওয়ায় জিয়াকে বরখাস্ত করা হয়। বুধবার রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মহসিনুল কাদীর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মৃত সাবিনার ভাই থানায় এসে জিয়াকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। এছাড়া গতকাল জিয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আত্মহত্যা প্ররোচনায় দেওয়ার প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়। সে প্রেক্ষিতে জিয়াকে চাকুরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় উধ্বর্তন কর্তৃপক্ষ।
জিয়ার স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও জানান, এ বছরের শুরুতে আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই সাবিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে জিয়ার। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সাবিনার সাথে শারীরিক সম্পর্ক করেন তিনি। কয়েকদিন আগে জিয়া বিবাহিত ও এক সন্তানের জনক বিষয়টি জানতে পারে সাবিনা। তারপর থেকে মানসিক ভাবে ভেঙ্গে পরে সে।
উল্লেখ্য, বুধবার আশুলিয়ার থানার পুলিশ ব্যারাক থেকে সাবিনা নামের এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। আরেক পুলিশ সদস্য জিয়াউর রহমান জিয়ার কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছেন বলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুরের কালিয়াকৈর থেকে জিয়াকে আটক করা হয়েছে।