
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি
ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
‘প্ল্যানিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’-স্লোগানকে সামনে রেখে বিশ্ব নগর পরিকল্পনা দিবস-২০১৬ উপলক্ষে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানারসের (বিআইপি) আয়োজনে র্যালিতে উপস্থিত ছিলেন গৃহয়ান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীসহ আরও অনেকে।
র্যালি শুরুর আগে বক্তারা বলেন, শুধু ঢাকাকে নয়, পুরো দেশকেই একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। খেলার মাঠ, পার্ক উন্মুক্ত করতে হবে। অন্যথায় এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বিফলে যাবে। ঢাকাসহ পুরো দেশকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা আরো বলেন, বিসিএসে পরিকল্পনাবিষয়ক ক্যাডার চালু করতে হবে। প্রতিটি পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগ দিতে হবে। তাহলেই আদর্শ নগর গড়ে তোলা সম্ভব হবে।