
ছাত্রলীগের সংঘর্ষের জেরে রুয়েট বন্ধ, শিক্ষর্থীদের হল ছাড়ার নির্দেশ
ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দিন।
তিনি জানান, গত তিন দিনে দু’টি অনাকাঙ্ক্ষিত ঘটনা (ছাত্রলীগের সংঘর্ষ) ঘটেছে। ফলে পরিস্থিতি শান্ত রাখতে ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জালাল উদ্দিন।
জানা যায়, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে রুয়েটের হামিদ হলে ছাত্রলীগের তপু ও সাখাওয়াত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় বিবাদমান দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল এ ঘটনার সাথে বহিরাগত অস্ত্রধারীদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘সংঘর্ষের সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। তবে হলের সাধারণ শিক্ষার্থীদের কাছে জানতে পারলাম- বহিরাগত কিছু অস্ত্রধারী হলে প্রবেশ করে হামলা চালিয়েছে।’
এর আগে গত মঙ্গলবার রাতে ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে জিয়া হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সিদ্ধার্থ শঙ্কর সাহাকে হলে অবরুদ্ধ করে রাখে হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
সিদ্ধার্থ শঙ্কর মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক হওয়ায় রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার পক্ষ নিয়ে রুয়েটে যায়। এতে তিন পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ নিয়ে রুয়েট ও স্থানীয় ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ফের সংঘর্ষ হয়