
ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্কুলশিক্ষিকাকে ধর্ষণ
ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
সাভারের আশুলিয়ায় নিজ ভাড়া বাসায় স্কুলের এক শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ওই শিক্ষিকা নিজে বাদী হয়ে দু’জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
পরে শুক্রবার সকালে পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করেছে। তার নাম নাজমুল আলম দেওয়ান (৩০)।
আশুলিয়া থানার পরিদর্শক আকবর আলী জানান, গত ৮ অক্টোবর রাতে আশুলিয়ার তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ভাড়া বাসার কক্ষে কৌশলে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষণ করে স্থানীয় তৈয়বপুর এলাকার নাজমুল আলম দেওয়ান ও অপূর্ব দাস ওরফে অপু (৩০)।
ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করারও হুমকি দেয় তারা।
আসামিদের মধ্যে নাজমুলকে আটক করলেও অপূর্ব দাসকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান আকবর আলী।
ধর্ষিতা শিক্ষিকা পুলিশকে জানান,তিনি ওই বাড়িতে একাই থাকতেন। বিশেষ প্রয়োজনে কথা বলতে চেয়ে ওই দুই ব্যক্তি তার শয়ন কক্ষে ঢুকে পড়ে।
এক পর্যায়ে মারপিট ও দুই হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
শিক্ষিকা আরও জানান, ওই দুই ব্যক্তি বিগত কিছুদিন ধরে রাস্তাঘাটে তার পিছু নিচ্ছিল।
এদিকে শুক্রবার দুপুরে ধর্ষিতা ওই শিক্ষিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।