রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা

ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহত শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সুব্রত পাল, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর ইসলাম মিজু, মনিরুল ইসলাম হাওলাদার, সুভাষ হাওলাদার, সদস্য ব্যারিস্টার শেখ ফজলে ফাহিম, সফেদ আশফাক তুহিন প্রমুখ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তরে সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শহীদ শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ছয়টি কংগ্রেসে ৪৪ বছরে পদাপর্ণ করল যুবলীগ। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫(১) ধারা অনুযায়ী দলের স্বীকৃত সহযোগী সংগঠনের সংখ্যা ৭টি। সংগঠনগুলো হলো- মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ এবং যুব মহিলা লীগ।

Show More

আরো সংবাদ...

Back to top button